যুবভারতীতে ম্যাচ শেষে থাকছে বিশেষ মেট্রো; জেনে নিন সময়সূচি

শনিবার যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম হায়দ্রাবাদ আইএসএল ম্যাচ রয়েছে। আর খেলে শেষে যাতে দর্শকরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে কারণে এদিন চলবে বিশেষ মেট্রো। কলকাতা মেট্রো রেলের তরফে তেমনটাই জানানো হয়েছে। 

মেট্রোর তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, এই বিশেষ মেট্রোটি সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে। এটি শিয়ালদহে পৌঁছবে সাত মিনিটের মধ্যে। মাঝে ফুলবাগান স্টেশনে থামবে। মেট্রোর টিকিটের জন্য সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনের টিকিট কাউন্টারও খোলা থাকবে।

উল্লেখ্য আইএসএল-এর শুরুতেই মেট্রোর তরফে জানানো হয়েছিল, যুবভারতীতে খেলা শেষে যাতে দর্শকরা নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারেন সে লক্ষ্যেই বিশেষ মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। কারণ আইএসএল-এর মোহনবাগান,ইস্টবেঙ্গল ম্যাচগুলো শুরু হচ্ছে রাত আটটা থেকে। খেলা শেষ হতে প্রায় রাত ১০টা। দর্শকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধে না হয়, সেই কথা ভেবে দুই ক্লাবের তরফেও মেট্রোর কাছে বিশেষ আবেদন করা হয়েছিল। এর আগেও মোহনবাগান, ইস্টবেঙ্গল ম্যাচে বিশেষ মেট্রো চালানো হয়েছে। 

Comments are closed.