পরীক্ষা শেষে ১০ মিনিট অন্তর মেট্রো, টেট পরীক্ষার্থীদের জন্য রবিবার বিশেষ পরিষেবা 

২৪ ডিসেম্বর রবিবার রয়েছে টেট পরীক্ষা। ওই দিন গীতা জয়ন্তী উপলক্ষে ব্রিগেড ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনিষ্ঠান রয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে পারে তার জন্য রবিবার দিনও অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো কর্তৃপক্ষ। 

টেট পরীক্ষা যাতে রবিবারের বদলে অন্য দিন হয়, সেই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছিল। যদিও আদালত সেই মামলা খারিজ করে জানিয়ে দিয়েছে, রবিবারই টেট পরীক্ষা হবে এবং পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফে সেই প্রস্তুতি রাখা হয়েছে। এর মধ্যেই রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা করল কর্তৃপক্ষ। 

রবিবার দিন সকাল ৯ টার জায়গায় দমদম এবং নিউ গড়িয়া থেকে অন্যান্য দিনের মতো প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। একইভাবে সকাল ৭টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া মেট্রো। এবং সপ্তাহের বাকি দিনের মতো পরীক্ষা শেষ হওয়ার পর দশ মিনিট অন্তর ট্রেন চালানো হবে৷ দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশনের মধ্যে আপ এবং ডাউন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর ব্যবস্থা করা হচ্ছে৷

Comments are closed.