রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য চলবে বিশেষ ট্রেন

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার জন্য চলবে বিশেষ ট্রেন। বিশেষ এক্সপ্রেস ট্রেন চলার পাশাপাশি শিয়ালদহ শাখায় রবিবার চলবে সব লোকাল ট্রেনও।

পূর্ব রেলের পক্ষ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য বিশেষ

এক্সপ্রেস ট্রেন চালানো হবে তা পাটনা ও হাওড়ার মধ্যে চলবে। রেল সূত্রে খবর, ওই ট্রেন শনিবার দুপুর ২ টোর সময় পাটনা থেকে ছাড়বে।  এরপর শনিবারই রাত ১১ টা ৪৫ মিনিটে সময় সেটি হাওড়া পৌঁছাবে। অন্য দিকে রাত ১১ টার সময় হাওড়া থেকে একটি ট্রেন যাবে পাটনায় দিকে। সেটি রবিবার সকাল ১০ টায় পাটনা পৌঁছাবে। ট্রেনটি পরীক্ষার জন্য ব্যান্ডেল, বর্ধমান, মধুপুর, আসানসোলে থামবে।

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }