ডিসেম্বরেই রাজ্যে পুর নির্বাচন! ভোট চেয়ে কমিশনকে চিঠি পুর ও নগরোন্নয়ন দফতরের

প্রশাসনিক মহলে জল্পনা ছিল, রাজ্যে ডিসেম্বর মাসে পুর ভোট হতে চলেছে। এবার সেই জল্পনাই আরও তীব্র হল পুর ও নগরোন্নয়ন দফতরের চিঠিতে। জানা গিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ার পুরভোট চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।

রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের যৌথ আলোচনায় পুরভোটের দিনক্ষণ নির্ধারিত হয়। করোনার জেরে রাজ্যের সবকটি পুরসভায় ভোট বকেয়া রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, কলকাতা এবং হাওড়ার ভোট মিটলেই বাকি পুরসভাগুলিরও ভোট ঘোষণা করবে কমিশন।

কলকাতা কর্পোরেশনের মুখ্য পুর প্রশাসক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, পুরভোট নিয়ে সমস্ত প্রস্তুতি নিয়েও করোনার জন্য ভোট করানো যায়নি। পুজোর পরে সংক্রমণ সামান্য বাড়লেও অধিকাংশ উপসর্গহীন। সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে শীঘ্রই ভোট করানো হবে বলে জানান তিনি।

পর্যবেক্ষকদের একাংশের মতে, উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল, এই আবহে পুর ভোট হলে তার একটা ইতিবাচক প্রভাব পড়বে ফলাফলে।

উপনির্বাচনে চার কেন্দ্রে হার, তার মধ্যে তিন কেন্দ্রে জামানত বাঁচাতে ব্যর্থ বিজেপি। যদিও এই উপনির্বাচনের ফলাফল নিয়ে দলীয় কর্মী সমর্থকদের হতাশ না হওয়ার বার্তা দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুরভোট নিয়ে এখনই প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। বালুরঘাটের সাংসদ দাবি করেন, যদি স্বচ্ছ ভোট হয়, পুরনির্বাচনে ভালো ফল করবে বিজেপি।

Comments are closed.