শ্রীনগরে গ্রেনেড হামলা, মৃত ১, আহত ১৫

ফের জঙ্গি হানা উপত্যকায়, মৃত্যু একজনের, আহতের সংখ্যা ১৫। সোমবার দুপুর ১ টা ২০ মিনিটে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীনগরের লালচক এলাকা।
সূত্রের খবর, এদিন লালচকের হরি সিংহ হাই স্ট্রিটের সবজির বাজার গ্রেনেড হামলা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। তিনি পেশায় সবজি বিক্রেতা বলে খবর। আহতের সংখ্যা কমপক্ষে ১৫ জন। সেনা সূত্রে খবর, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এই বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে রেখেছে সেনা ও পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। সোমবার হরি সিংহ হাই স্ট্রিটের মার্কেট বন্ধ ছিল। তাই রাস্তার পাশে দোকানদারকেই টার্গেট করে হামলাকারীরা।
গত ৫ ই অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ার পর থেকেই জঙ্গিদের নিশানায় রয়েছে উপত্যকা। সোমবারের বিস্ফোরণের ঘটনা নিয়ে এক মাসের মধ্যে ৩ টি গ্রেনেড হামলা হল উপত্যকায়। গত সপ্তাহেই কাশ্মীরের সোপোরে গ্রেনেড হামলায় ১৫ জন গুরুতর আহত হন। সোমবারের এই ঘটনার পেছনে কোন জঙ্গি সংগঠনের হাত রয়েছে খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

 

Comments are closed.