মেট্রো স্টেশনে ট্রেন আসার আগে হলুদ লাইন পেরোলে জরিমানা, সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের

সোমবার কলকাতা মেট্রো রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কোনও যাত্রী মেট্রো আসার আগে স্টেশনের হলুদ লাইন পার করলে তাঁকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে। আগামী ১ জুন থেকে কলকাতা মেট্রোর ক্ষেত্রে এই নিয়ম লাগু হতে চলেছে। মেট্রো স্টেশনে রয়েছে সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরার ফুটেজ দেখে এই জরিমানা করা হবে
মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য একগুচ্ছ নিয়ম আছে। এর মধ্যে অন্যতম হলো ট্রেন না আসা পর্যন্ত প্ল্যাটফর্মের হলুদ লাইন পার না করা। কিন্তু অনেক সময়েই দেখা যায়, ট্রেন আসার আগেই যাত্রীরা সেই হলুদ লাইন পার করে এগিয়ে যান। সে ক্ষেত্রে পা ফস্কে কোনও দুর্ঘটনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। পাশাপাশি মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনাও ঘটে প্রায়ই।
যাত্রীরা যাতে ওই হলুদ লাইন পার না করেন সে জন্য বারবার মাইকে সতর্কও করা হয়। কিন্তু তার পরেও বিভিন্ন সময়ে যাত্রীদের মধ্যে অসচেতনতা দেখা যায়। এই সমস্ত ঘটনা ঠেকানোর জন্য এ বার কড়া পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের।

Comments are closed.