সিবিআই কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে অভিযান চালিয়ে আদালতের নির্দেশ অমান্য করেছে, এই অভিযোগে সোমবার কলকাতা হাইকোর্টে অভিযোগ জানাল রাজ্য। এদিন রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টে উল্লেখ করেন, গত বছর আদালত জানিয়েছিল, সিপিকে তলব করা বা তাঁকে নোটিশ দেওয়া যাবে না। এই মর্মে হাইকোর্টের স্থগিতাদেশও রয়েছে। কিন্তু সেই স্থগিতাদেশ থাকা সত্ত্বেও, সিবিআই সিপির বাড়িতে অভিযান চালায়, যা সম্পূর্ণ বেআইনি। বিচারপতি জানান, মঙ্গলবার তিনি এই মামলায় রাজ্যের আবেদন শুনবেন।
Related Posts
Comments