কোভিড আবহে রাজ্যের ৪ পুরসভায় ভোট, কী কী নির্দেশ দিল কমিশন

কোভিড আবহেই রাজ্যের চারটি পুরসভায় ভোট হচ্ছে। বিধিনিষেধ চলাকালীন কীভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তা নিয়ে প্রশ্ন ছিল। করোনা আবহে ভোটের জন্য নতুন করে বেশকিছু নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। 

সোমবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কমিশন বেশ কয়েকটি নতুন নির্দেশিকা জারি করেছে। সেগুলি হল, প্রচারের জন্য রোড শো, বাইক বা সাইকেল র‍্যালি করা যাবে না। প্রার্থীদের বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রেও নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশকা অনুযায়ী, নিরাপত্তারক্ষী ছাড়া প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ পাঁচ জন থাকতে পারবেন। খোলা মাঠে জনসভা হলে সর্বাধিক ৫০০ জন এবং কোনও ঘেরা জায়গায় মিটিং হলে সর্বাধিক ৩০০ জন অথবা মোট আসন সংখ্যার অর্ধেক। প্রচারের সময়ও কমিয়ে সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে। ৪৮ ঘন্টার বদলে ৭২ ঘন্টা আগে প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ, কোভিড অবহে ভোট করানো নিয়ে সোমবার নির্বাচন কমিশনের কমিশনার রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন। এদিনের বৈঠকের পরেই ভোট নিয়ে নতুন নির্দেশিকা জারি করে কমিশন। 

 

Comments are closed.