কৃষকবন্ধুর ভাতা দ্বিগুণ মমতার, বছরে ১০ হাজার টাকা পাবেন বাংলার কৃষকরা

কৃষকবন্ধু প্রকল্পে ভাতা বেড়ে দ্বিগুণ! মুখ্যমন্ত্রী জানালেন, কৃষকদের বার্ষিক ভাতা ৫ হাজার থেকে বেড়ে হল ১০ হাজার টাকা। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর পড়েছে এই সিদ্ধান্তে।

কৃষকদের পাশে দাঁড়াতে এই প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। কৃষকবন্ধু প্রকল্পে বাংলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৫ হাজার টাকা করে দিত রাজ্য। ভোটের আগে মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃতীয়বার ক্ষমতায় এসেই কৃষকবন্ধুতে ভাতা বাড়িয়ে দেবেন। ক্ষমতায় আসার পর সে কথা রাখলেন তিনি।

বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে।

রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পের সঙ্গে কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্পের প্রতিযোগিতা বড় চর্চার বিষয়। সম্প্রতি সেই প্রকল্পের কিছু টাকা পেয়েছেন এই রাজ্যের কৃষকরাও। তারপর বৃহস্পতিবার ভাতা দ্বিগুণ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বুধবার এই নবান্নেই বৈঠক করে গেছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তার ২৪ ঘণ্টার মধ্যে মমতার ভাতা দ্বিগুণ করার ঘোষণার তাৎপর্য অনেক।

Comments are closed.