দ্বিগুণ ভাতা সহ নব কলেবরে কৃষকবন্ধু প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

রাজ্যের কৃষকদের জন্য কৃষকবন্ধু প্রকল্পের টাকা বাড়িয়ে দুগুন করা হল। রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় আগে চাষিরা বছরে ৫ হাজার টাকা করে পেতেন। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এবার থেকে কৃষকরা বছরে ১০ হাজার টাকা করে পাবেন। নবান্ন থেকে নব কলেবরে কৃষকবন্ধু প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ট্যুইট করে একথা জানান। মুখ্যমন্ত্রীর বার্তা, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিবঙ্গ সরকার নতুন ভাবে কৃষকবন্ধু প্রকল্পের ঘোষণা করল।

রাজ্যের চাষিরা আর্থিক সহায়তা বাবদ এখন থেকে ৫ হাজার টাকার জায়গায় বার্ষিক ১০ হাজার টাকা করে পাবেন।

সেই সঙ্গে বৃহস্পতিবার থেকেই জেলা শাসকদের মারফত কৃষকদের ব্যাংকে টাকা পাঠানো শুরু করে দিল রাজ্য সরকার। ইতিমধ্যেই অনেকে এই টাকা পেয়ে গিয়েছেন বলে খবর। এদিন নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী দ্বিতীয় দফায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

দ্বিতীয় ট্যুইটে মমতা ব্যানার্জি আরও জানান, যাঁদের এক একরের কম জমি রয়েছে তাঁরা বার্ষিক ৪ হাজার করে টাকা পাবেন।

ভোটের ইশতেহারে তৃণমূল নতুন সরকারের যে ১০ অঙ্গীকারের কথা প্রকাশ করেছিল, রাজ্য সরকার সেই প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর বলেই এদিন দাবি করেন মমতা। তাঁর কথায়, আমি রাজ্যবাসীকে এটা জানিয়ে আশ্বাস দিতে চাই যে রাজ্য সরকার নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে সর্বক্ষণ কাজ করে চলেছে।

Comments are closed.