পাখির চোখ শিল্প-কর্মসংস্থান, ৫ একর জমি থাকলেই শিল্পতালুকের অনুমতি দেবে রাজ্য 

কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়ার ক্ষেত্রে এতদিন শিল্পতালুক গড়ার ক্ষেত্রে ২০ একর জমি থাকার প্রয়োজন ছিল। এবার থেকে ৫ একর জমি থাকলেই উদ্যোগপতিদের শিল্পতালুক গড়ার ছাড়পত্র দেবে রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভায় এই মর্মে প্রস্তাব পাশ হয়। 

তৃতীয়বার ক্ষমতায় ফিরেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিল্পে বাংলাকে শীর্ষ স্থানে নিয়ে যাওয়ায়ই হবে তাঁর সরকারের লক্ষ্য। সম্প্রতি পানাগড়ে এক অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, সেবামূলক কাজে বাংলা শীর্ষ স্থানে রয়েছে, এবার শিল্পেও রাজ্যকে প্রথম করতে হবে।  

সেই মতো বিনোয়োগ টানতে শিল্প নীতিতে বেশকিছু সংশোধন আনল রাজ্য। শিল্পের জন্য সিঙ্গেল ইউন্ডো পরিষেবা আগেই চালু হয়েছে। এবার শিল্পতালুকের অনুমতির ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিল রাজ্য। ২০১৪ সালে বেসরকারি শিল্পতালুক গড়ার ক্ষেত্রে ২০ একর জমি প্রয়োজন ছিল। নতুন নীতি অনুযায়ী ৫ একর জমি থাকলেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার অনুমতি পাবেন বিনিয়োগকারীরা।  

এই প্রসঙ্গে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বলেন, ২০২০-২১ সালে রাজ্যে ১০০টি শিল্প তালুক তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। নীতির সংশোধনের জেরে অনেক উদ্যোগপতি আগ্রহী হবেন। এর জেরে শিল্পের হাত ধরে কর্মসংস্থানেরও সুযোগ তৈরী হবে।  

উল্লেখ্য, ডিম উৎপাদন, মাছ চাষের মতো স্বল্প বিনোয়োগের উদ্যোগকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিম, মাছের আমদানি কমিয়ে রাজ্যেই উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছে নবান্ন।  

Comments are closed.