বই কিনতে ৫ কোটি, বেসরকারি গ্রন্থাগারগুলির জন্য অর্থ বরাদ্দ রাজ্যের 

গ্রন্থাগারগুলির বই কেনার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের গ্রন্থাগার দফতর। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিষেবা উন্নয়ন এবং বই কেনার জন্য রাজ্যের বেসরকারি গ্রন্থাগারগুলিকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এই খাতে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তবে কোন কোন লাইব্রেরী এই টাকা পাবে, সে সংক্রান্ত নির্দিষ্ট গাইডলাইনও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি গ্রন্থাগার, ক্লাব কাম গ্রন্থাগার, কোনও সংখ্যালঘু সম্প্রদায় দ্বারা পরিচালিত বা কোনও শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত গ্রন্থাগারগুলো অর্থের জন্য আবেদন করতে পারবে। গ্রন্থাগার দফতরের ওয়েবসাইটে আবেদনের জন্য ফর্ম পাওয়া যাবে। ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করতে হবে। আবেদন মঞ্জুর হলে গ্রন্থাগারগুলো একত্রে ২৫ হাজার টাকা করে পাবে। 

সময়ের সঙ্গে সাধারণ মানুষের বই পড়ার অভ্যাসও অনেকটা কমেছে। একটা সময়ে শহর, মফঃস্বল, গ্রামের পাড়ায় পাড়ায় লাইব্রেরিগুলো জমাজমাট ছিল। সন্ধ্যা নামলেই খুদে থেকে বৃদ্ধ সকলের জমায়েত হত লাইব্রেরিগুলোতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে লাইব্রেরি বিমুখ হয়েছে বেশিরভাগ মানুষ। এরকম এক পরিস্থিতিতে রাজ্যের এই উদ্যোগের প্রশংসা করেছে বইপ্রেমীরা। 

Comments are closed.