১ জানুয়ারি রাজ্যে পালিত হবে ছাত্র দিবস, প্রশাসনিক সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর 

১ জানুয়ারিকে ছাত্র দিবস হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করেন মমতা ব্যানার্জি। বৈঠক থেকে তিনি বলেন, বছরের প্রথমদিন পড়ুয়াদের জন্য উৎসর্গ করবে রাজ্য। 

প্ৰশাসনিক সূত্রে খবর, আগামী ২০ নভেম্বর রাজ্য সরকারের উদ্যোগে ছাত্র মেলা করা হবে। সেখানে মোট ১০ জন পড়ুয়ার নামে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন মঞ্জুর করা হবে। ওই প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন, অত্যন্ত ১ মাস অন্তর একটি করে ছাত্র মেলার আয়জন করা হোক। ওই মেলাতে উপস্থিত থেকে ছাত্রছাত্রীরা নিজের প্রয়োজনীয় নানান তথ্য পাবে।  তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, পড়ুয়ারা আমাদের ভবিষৎ। তাই বছরের প্রথমদিনটা পড়ুয়াদের জন্য উৎসর্গ করছি।  

তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে বুধবার প্রথমবার উত্তর ২৪ পরগনা জেলায় প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক থেকে জনপ্রতিনিধিদের একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। সেই সঙ্গে বিধায়ক, সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন চক্রবর্তী, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং সাংসদ নুসরৎ জাহান। এছাড়াও প্রশাসনিক মহলের শীর্ষ কর্তারা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।  

Comments are closed.