বিধানসভায় শেষ শীতকালীন অধিবেশন, ওয়াকআউট বিজেপির

বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়কদের। বুধবারই বিধানসভায় শীতকালীন অধিবেশনের শেষদিন। আর এই দিনেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় ওয়াকআউট আনে বিজেপি।

মূলত তিনটি কারণেই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এই তিনটি কারণ হল রাজ্যে বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস, বেকারত্ব বৃদ্ধি এবং রাজ্যে পেট্রোল, ডিজেলের ভ্যাট না কমিয়ে মদের দাম কমানো হয়েছে। এদিনের অধিবেশনে রাজ্য বিজেপির মহিলা বিধায়কদের পক্ষ থেকে তিনটি মুলতুবি প্রস্তাব দেওয়া হয়। অধিবেশনে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, রাজ্যে ২ কোটি বেকার রয়েছে এই মুহূর্তে।

উল্লেখ্য, বুধবার শেষ হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। ১ নভেম্বর থেকে শুরু হয়েছিল বিধানসভার শীতকালীন অধিবেশন। শেষ হওয়ার কথা ছিল ১৮ নভেম্বর। কিন্তু বৃহস্পতিবার কোনও আলোচ্য সূচি না থাকায় বুধবারই শেষ হয়ে যাচ্ছে শীতকালীন অধিবেশন।

Comments are closed.