ব্যাপক সংখ্যায় আশাকর্মী নিয়োগের পথে নবান্ন; অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে 

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগেই সরকারি পরিষেবা আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী নবান্ন। সে কারণেই ভোটের মুখে প্রায় আড়াই হাজার আশাকর্মী নিয়োগ করতে চলছে রাজ্য সরকার। জানা গিয়েছে, খুব শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে নবান্ন। 

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে খবর, মোট ২৬০৬টি শূন্যপদে আশাকর্মী নিয়োগ করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর মিলেছে। সব ঠিক থাকলে এপ্রিল-মে মাসে  রাজ্যে পঞ্চয়েত ভোট হতে চলেছে। তার আগেই এই ব্যাপক সংখ্যায় আশাকর্মী নিয়োগ করবে রাজ্য। প্রশাসনিক মহলের একাংশ তেমনটাই জানাচ্ছে। 

এদিকে ইতিমধ্যেই পঞ্চায়েত ভোট নিয়ে শাসক বিরোধী সব পক্ষই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তৃণমূলের তরফে ইতিমধ্যেই দিদির দূত কর্মসূচি শুরু করা হয়েছে। যেখানে তৃণমূলের শীর্ষ স্তরের নেতৃত্ব জেলায় জেলায় ব্লকে ব্লকে গিয়ে রাজ্যবাসীর অভাব অভিযোগের কথা শুনছে। এদিকে তৃণমূলের এই কর্মসূচি ঘিরে বিরোধীরাও তীব্র কটাক্ষ করেছে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগেই সরগরম রাজ্য রাজনীতি। এ আবহে প্রায় আড়াই হাজার আশাকর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 

Comments are closed.