রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট: প্রথম ও দ্বিতীয় স্থানে দুই হিমাংশু, কলকাতা থেকে তৃতীয়, চতুর্থ 

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার। মজার ব্যাপার, উচ্চ মাধ্যমিকের মতোই মেধাতালিকায় একই নামের দুই ছাত্রকে পাওয়া গেল। প্রথম হয়েছেন হিমাংশু শেখর। তিনি ব্যারাকপুর সেন্ট্রাল মডেল হাইস্কুলের ছাত্র। দ্বিতীয় হিমাংশু, যিনি পরীক্ষাতেও দ্বিতীয় হয়েছেন, তিনি শিলিগুড়ির নির্মাণবিদ্যা জ্যোতিশিক্ষা স্কুলের ছাত্র। 

এবারে জয়েন্টের রেজাল্টে জেলার পাশপাশি দাপট দেখিয়েছে কলকাতার স্কুলগুলোও। জয়েন্টে তৃতীয় হয়েছেন ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্র সপ্তর্ষি মুখার্জি। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন, জাহ্নবী শ’। তিনি সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী। মেধা তালিকায় তিনি চতুর্থ হয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন কোচবিহারের জেনকিন্স স্কুলের ছাত্র কৌস্তভ চৌধুরী। 

এছাড়াও জানা গিয়েছে, মেধাতালিকায় প্রথম ১০-এ ৬০ শতাংশই সিবিএসই বোর্ডের। সেই সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১,৪৩১ জন। যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮,৬২৩ জন পুরুষ পরীক্ষার্থী এবং ২১ হাজার ৫৯৮ জন মহিলা পরীক্ষার্থী। 

Comments are closed.