কেন্দ্রীয় করের টাকা দেরিতে, সমস্যায় রাজ্যগুলি

কেন্দ্রীয় করের ভাগের টাকা দেরিতে আসায় ঘোর সমস্যায় পড়ছে রাজ্যগুলি। সরকারি কর্মচারীদের বেতন, পেনশন ও অন্যান্য খরচ খরচা চালাতে রাজ্যগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক থেকে টাকা ধার করতে হচ্ছে। দিন দুয়েক আগে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এখন বেশির ভাগ রাজ্যই বিজেপির দখলে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, পঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় এসেছে। মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকার চালাচ্ছে। পশ্চিমবাংলা তৃণমূলের দখলে, কেরল বামেদের হাতে। এই অবস্থায় বিজেপি বিরোধী রাজ্যগুলি কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। তাদের অভিযোগ, কেন্দ্র রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতার কথা কেবল মুখেই বলে। তারা কাজ করে পুরো উলটো। কেন্দ্র আদায় করা করের ৪২% রাজ্যগুলিকে ভাগ করে দিয়ে থাকে। বরাবর সেই টাকা আসত মাস পয়লা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজকোষে টান পড়ার পর থেকেই সেই টাকা দেওয়ার দিন পিছিয়ে দিচ্ছে কেন্দ্র। রাজ্যগুলির অভিযোগ, এর ফলে তাদের খুব সমস্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায়ই অভিযোগ করে থাকেন, কেন্দ্র রাজ্যের প্রাপ্য করের টাকা পর্যন্ত আটকে রাখছে।

Comments are closed.