সামনেই পুরসভার নির্বাচন, ছাত্রভোট এখন আর নয়, আচমকা ঘোষণা শিক্ষামন্ত্রীর

পুরভোটের আগে আর কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদের ভোট হবে না। শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জানান, সামনেই পুরভোট। এর মধ্যে পুলিশ প্রশাসনের সাহায্য পাওয়া যাবে না। তাই আপাতত আর কোনও বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে ছাত্র সংসদের ভোট হবে না। এর প্রতিবাদ জানিয়েছে এসএফআই। সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, আসলে রাজ্য সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটের ফলাফল দেখে ভয় পেয়ে গিয়েছে। তাই তারা ভোট বন্ধ করে দিল। এসএফআই নেতা বলেন, এই তো, যাদবপুরে ভোট হল। কোথাও কোনও গোলমাল হয়নি। ছাত্রভোটে পুলিশ আর প্রশাসনকে লাগবেই বা কেন? পার্থ বলেন, আমরা ভোটে ভয় পাই না। এখন অনেক পরীক্ষা আছে। তা ছাড়া এপ্রিল থেকে কলেজে কলেজে নতুন পড়ুয়ারা আসে। তাদের বাদ দিয়ে ভোট হবে কেন?
ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কলেজে কলেজে গোলমালের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার গত দু’তিন বছরে ভোট বন্ধ রেখেছিল। শিক্ষামন্ত্রী কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন, এ বার ছাত্র সংসদের ভোট হবে। তিনি তিনটি বিশ্ববিদ্যালয়ে ভোটের কথা জানিয়েছিলেন। সেইমতো প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী, যাদবপুরে ভোট হয়ে গিয়েছে। যাদবপুরের ভোটের পরেই ছাত্র সংসদের ভোট আপাতত বন্ধ করার ঘোষণায় শিক্ষা মহল বিস্মিত।

Comments are closed.