জি এন্টারটেনমেন্টের শেয়ার অনেকটাই বিক্রি করে দিচ্ছেন সুভাষ চন্দ্র

সুভাষ চন্দ্রের হাত থেকে চলে যাচ্ছে জি এন্টারটেনমেন্টের নিয়ন্ত্রণ। মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্রের এসেল গ্রুপ তাদের ঋণ পরিশোধের জন্য জি এন্টারটেনমেন্ট লিমিটেডের (জিল) ১৬.৫ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সংস্থার পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। সংস্থার বক্তব্য, বিনিয়োগকারীদের ঋণ পরিশোধের জন্য এই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা। এই শেয়ার বিক্রির পর সুভাষ চন্দ্রের জি এন্টারটেনমেন্টের অংশীদারিত্ব ৫ শতাংশে নেমে যাচ্ছে। ফলত সুভাষ চন্দ্রের হাতে আর জি-এর নিয়ন্ত্রণ থাকছে না।
ভারতের টেলিভিশন বিনোদন জগতে পথিকৃৎ জি এন্টারটেনমেন্ট। ১৯৯২ সালে সুভাষ চন্দ্রের হাত ধরে ভারতে প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয়। শুধু বিনোদন জগতে আটকে না থেকে শিক্ষা, প্রযুক্তি ইত্যাদি সেক্টরেও ব্যাপক বিনিয়োগ করে জি। বর্তমানে ৯০ টিরও বেশি চ্যানেল রয়েছে জি টিভি নেটওয়ার্কের। কিন্তু কয়েক বছর ধরেই ঋণের বোঝা বাড়ছিল সুভাষ চন্দ্রের সংস্থার। চলতি বছরেই গোড়াতেই সুভাষ চন্দ্রের এসেল গ্রুপ ৪ হাজার ২২৪ কোটি টাকার বিনিময়ে জি এন্টারটেনমেন্টের ১১ শতাংশ শেয়ার বেচে দেয় ইনভেসকো ওপেনহেমার ডেভেলপিং মার্কেটস ফান্ডকে। পাশাপাশি জি তাদের হাতে থাকা আরও ২.৩ শতাংশ শেয়ার ওএফআই গ্লোবাল চায়না ফান্ড, এলএলসিকে বিক্রি করছে। সব মিলিয়ে ১৮.৭৪ শতাংশ শেয়ার বিক্রি করছে জি। বুধবারের ঘোষণার আগে পর্যন্ত সুভাষ চন্দ্রের এসেল গ্রুপের হাতে জি-এর ২২.৩৭ শতাংশ শেয়ার ছিল। বুধবারের ঘোষণা মাফিক জি-র হাতে থাকছে প্রায় ৫ শতাংশ শেয়ার। ফলত সুভাষ চন্দ্রের হাত থেকে জি-এর নিয়ন্ত্রণও চলে যাচ্ছে।

Comments are closed.