অবিলম্বে সেচ দফতরের কাজ শুরু করতে ভিডিং কনফারেন্সে মিটিং মন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, লকডাউন থাকলেও করোনার মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক করতে হবে পরিস্থিতি। জোর দিতে হবে গ্রামীণ উন্নয়নে। এবার লকডাউনের মধ্যে পুরোদমে সেচ দফতরের কাজ শুরু করে দিলেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেচ দফতরের সমস্ত আধিকারিকের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুরু করে দিলেন আগামী বর্ষার প্রস্তুতিমূলক কাজ।


সামনেই বর্ষা আসছে। এখনই সেচ দফতর নিয়মমাফিক ড্রেজিং থেকে শুরু করে অন্যান্য কাজকর্মে হাত না দিলে বিপদে পড়বেন বন্যা প্রবণ এলাকার লক্ষ-লক্ষ মানুষ। ক্ষতিগ্রস্ত হবে চাষের কাজ। সেই কথা ভেবেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে বৃহস্পতিবার দফতরের গুরুত্বপূর্ণ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন রাজ্যের পরিবহণ, জলসম্পদ উন্নয়ন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৩০ জুনের মধ্যে নিয়মমাফিক সমস্ত কাজ শেষ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন শুভেন্দু অধিকারী।

 

Comments are closed.