ভিনরাজ্যে আটকে পড়া বাঙালিদের ফেরাতে ১০৫ টি ট্রেনের কথা দুপুরেই ট্যুইট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার সেই ট্রেনগুলো কবে কোথা থেকে ছাড়বে তার সম্পূর্ণ তালিকাও প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার।
দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রয়োজনে গিয়ে লকডাউনে আটকে পড়েছেন হাজার হাজার রাজ্যবাসী। তাঁদের ফেরাতে উদ্যোগের কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্টেশনে পরিযায়ী শ্রমিক, পড়ুয়া এবং সাধারণ মানুষকে পৌঁছে দিয়েছে একাধিক ট্রেন। এবার আরও ১০৫ টি স্পেশাল ট্রেনের সূচী প্রকাশ করে দিল নবান্ন। ক্লিক করে দেখুন ট্রেন চলাচলের সম্পূর্ণ তালিকা