মাত্র ৫ ম্যাচ কোচিং করিয়েই চাকরি খোয়ালেন সুব্রত, মহামেডানের টিডি’র দায়িত্ব সামলাবেন দীপেন্দু বিশ্বাস

চাকরি গেল সুব্রত ভট্টাচার্যের। মঙ্গলবার সন্ধ্যায় মহামেডান কোচের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল। বাবলুর চাকরি যে যাচ্ছেই, তা নিশ্চিত হয়ে গিয়েছিল সোমবার বিকেলেই। কলকাতা লিগের ম্যাচে সাদার্ন সমিতির বিরুদ্ধে কোনওক্রমে হার বাঁচায় সুব্রত ভট্টাচার্যের মহামেডান। তখনই সাদাকালো কর্তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন, ছেঁটে ফেলা হবে বাবলুকে। মঙ্গলবার সন্ধ্যেবেলা এই সিদ্ধান্ত কার্যকর করতে ক্লাব তাঁবুতে আলোচনায় বসেছিলেন ক্লাব কর্তারা। সেখানেই সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।
মরসুম শুরুর আগে ঘটা করে সুব্রতর হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু কলকাতা লিগে এখনও জয়ের মুখ দেখেনি সাদাকালো ব্রিগেড। ডুরান্ড কাপের তিনটি ম্যাচ খেলে জয় এসেছে মাত্র একটিতে। হারতে হয়েছে মোহনবাগান এবং এটিকের রিজার্ভ দলের কাছে। তখনই নিশ্চিত হয়ে যায়, সুব্রতর চাকরি বেশিদিন থাকবে না। শেষ কবে মাত্র পাঁচ ম্যাচের মধ্যে চাকরি গেল বড় দলের কোচের, তা মনে করতে পারছে না ময়দান।
আপাতত টেকনিকাল ডিরেক্টর হিসেবে দলের দায়িত্ব সামলাবেন দীপেন্দু বিশ্বাস। কোচের ভূমিকায় থাকবেন অনূর্ধ্ব ১৯ দলের কোচ সাহিদ রামন।

Comments are closed.