অযোধ্যা রায়: খুশি নয় সুন্নি ওয়াকফ বোর্ড, রিভিউ পিটিশনের ভাবনা

সুপ্রিম কোর্টের অযোধ্যা মামলা রায়ে খুশি নয় সুন্নি ওয়াকফ বোর্ড এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের পক্ষের আইনজীবী জাফরইয়াব জিলানি এক সাংবাদিক সম্মেলনে জানান, তাঁরা এই রায়ে সন্তুষ্ট নন। রায়ের রিভিউ চাওয়া হবে। অযোধ্যা চত্বরে সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ গড়ার জন্য সুপ্রিম কোর্ট কেন্দ্রকে যে ৫ একর জমি দিতে বলেছে তাতে আপত্তি রয়েছে ওই দুই বোর্ডের। সাংবাদিক সম্মেলনে জিলানি বলেন, এইভাবে মসজিদের জমি হস্তান্তর করা যায় না।
এদিকে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাফর আহমেদ ফারুকি আইনজীবী জিলানির সম্পূর্ণ অন্য কথা বলেছেন। তিনি সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেন, তাকে চ্যালেঞ্জ জানানোর কোনও পরিকল্পনা আমাদের নেই। সংবাদসংস্থা পিটিআই তাঁকে উদ্ধৃত করে বলেছে, ফারুকির বক্তব্য, তাঁরা রায় খতিয়ে দেখছেন। তারপর বোর্ড বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে। যদি কোনও আইনজীবী বা অন্য কেউ রায় চ্যালেঞ্জ করার কথা বলে থাকেন সেটা তাঁর দায়িত্ব। এরপরই জিলানি পিটিআই-কে ফোনে জানান, দিল্লিতে রায় বেরনোর পর তিনি যে সাংবাদিক বৈঠক করেন, তার আয়োজক ছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তিনি ওই সংগঠনের সম্পাদক হিসেবে সাংবাদিক সম্মেলনে বক্তব্য জানান, সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী হিসেবে নয়।

Comments are closed.