সুপ্রিম কোর্টে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের ধাক্কা, সিবিআই তদন্ত এবং রাজ্য থেকে মামলা সরানোর জোড়া আর্জি খারিজ

সুপ্রিম কোর্টে ধাক্কা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। রাজ্য থেকে মামলা সরানোর আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। এর ফলে বাঁকুড়ায় ঢোকার ছাড়পত্র পেতে কলকাতা হাইকোর্টের পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকতে হবে বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে। খারিজ হয়ে গিয়েছে সিবিআই তদন্তের আর্জিও।
কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো লোকসভা ভোটের সময় নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে পারেননি সৌমিত্র খাঁ। ভোটে জিতে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ হওয়ার পরেও এলাকায় ঢুকতে পারেননি সৌমিত্র খাঁ। এই প্রেক্ষিতে কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে চলা এসএসসি প্রতারণা মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। সংশ্লিষ্ট মামলায় রাজ্য সরকার প্রভাব খাটিয়ে তাঁকে অসুবিধায় ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিষ্ণুপুরের বিজেপি সাংসদের আবেদন ছিল, অন্য কোনও রাজ্যে যেন এই মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু সোমবার বিজেপি সাংসদের আর্জি সরাসরি খারিজ করে  দিয়ে শীর্ষ আদালত জানিয়ে দিল, সংশ্লিষ্ট মামলা যেভাবে কলকাতা হাইকোর্টে চলছে, সেভাবেই চলবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে, তৃণমূলত্যাগী বিজেপি সাংসদ আগামী দিনে বিষ্ণুপুরে ঢুকতে পারবেন কিনা তা জানতে কলকাতা হাইকোর্টের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে।
লোকসভা ভোটের কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র খাঁ। সেসময় বেআইনি বালিখাদান, এসএসসি পরীক্ষার্থীদের থেকে টাকা নিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার অভিযোগ সহ মোট চারটি মামলা রুজু হয় সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে। এর মধ্যে বড়জোড়া ও বাঁকুড়ায় দায়ের হওয়া স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার্থীদের টাকা নিয়ে পাশ করিয়ে দেওয়ার মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না সৌমিত্র খাঁ। সেসময় তাঁর হয়ে লোকসভা ভোটের প্রচার করেছিলেন স্ত্রী সুজাতা খাঁ। সাংসদ হওয়ার পরেও এই নিষেধাজ্ঞা বলবৎ রাখে কলকাতা হাইকোর্ট।

Comments are closed.