নারদ মামলার পরবর্তী শুনানি শুক্রবার, জানালো সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চ

মঙ্গলবার সুপ্রিম কোর্টে নারদ মামলার শুনানি শেষ। বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি দীনেশ মহেশ্বরীর বেঞ্চ জানিয়ে দেয় আগামী ২৫ জুন শুক্রবার মামলার পরবর্তী শুনানি হবে। তার মধ্যে কলকাতা হাই কোর্টে নারদ শুনানি হবে না বলে মনে করছেন বিচারপতিরা।

বিচারপতিরা জানান, বেঞ্চটি সদ্য গঠিত হওয়ায় মামলাটির সম্পর্কে তাঁরা বিস্তারিত জানেন না। সেই কারণে আগামী শুক্রবার মামলাটির পরবর্তী তারিখ দেওয়া হল।

উল্লেখ্য মঙ্গলবারই মমতা ব্যানার্জির দায়ের করা মামলার শুনানি পূর্বনির্ধারিত ছিল। কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বসু এই মামলা থেকে সরে দাঁড়ানোর জেরে এদিনের শুনানি অনিশ্চিত হয়ে পড়ে। পরে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় মঙ্গলবারই নতুন বেঞ্চ গঠন করে নারদ মামলার শুনানি হবে।

তারপর নতুন বেঞ্চ জানায়, আগামী ২৫ জুন মামলার পরবর্তী শুনানি হবে। মমতা ব্যানার্জির আইনজীবীর আবেদন ছিল এই সময়ের মধ্যে যেন কলকাতা হাই কোর্টে নারদ মামলার শুনানি না করা হয়। আদালত সেই আবেদন মেনে নিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা আশাবাদী এই সময়ের মধ্যে কলকাতা হাই কোর্টে নারদ শুনানি হবে না।

১৭ জুন সাতসকালে সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম সহ রাজ্যের চার হেভিওয়েট নেতাকে নারদ কাণ্ডে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারির পরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজাম প্যালেসে পৌঁছে যান। চার হেভিওয়েটের গ্রেফতারির প্রতিবাদে সিবিআই দফতরে কার্যত ধর্ণায় বসেন তিনি। দাবি করেন, তাঁকেও গ্রেফতার করতে হবে।

আর এর ঘটনার জেরেই তদন্তে প্রভাব খাটানোর অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আইনমন্ত্রী মলয় ঘটককে নারদ মামলায় পার্টি করে সিবিআই।

নারদ মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী। একই দাবি করেন আইনমন্ত্রী মলয় ঘটকও।

Comments are closed.