‘জেগে উঠে নিজের ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল হয়েছে কমিশন’, চার নেতাকে সাজা প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের

‘এবার মনে হচ্ছে নির্বাচন কমিশন জেগে উঠেছে এবং নিজেদের ক্ষমতায় ফিরেছে’, নির্বাচনী বিধি ভঙ্গ করায় চার নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে জানাল সুপ্রিম কোর্ট।
সোমবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ প্রশ্ন করেছিলেন, ‘কমিশন তার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল তো?’ এর কয়েক ঘন্টার মধ্যেই বিজেপির ‘স্টার ক্যাম্পেনার’ যোগী আদিত্যনাথ ও সমাজবাদী পার্টির নেতা আজম খান, মঙ্গলবার থেকে ৭২ ঘন্টার জন্য নির্বাচনী প্রচার করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করে কমিশন। পাশাপাশি, বিজেপি মন্ত্রী তথা সুলতানপুরের প্রার্থী মানেকা গান্ধী ও বিএসপি নেত্রী মায়াবতী আগামী ৪৮ ঘন্টা ভোট প্রচার করতে পারবেন না বলে জানিয়ে দেয় নির্বাচন কমিশন।
মঙ্গলবার হরপ্রীত মনসুখানির দায়ের করা মামলার শুনানির সময় কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি বলেন, ‘এবার মনে হচ্ছে কমিশন নিজের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল হয়েছে’। নির্বাচন কমিশনের তরফে আইনজীবী আর্যমা সুন্দরম বলেন, ‘কমিশন তাদের ক্ষমতা খুঁজে পেয়েছে’।

Comments are closed.