উচ্চবর্ণের গরিবের ১০ শতাংশ সংরক্ষণের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে নোটিশ

উচ্চবর্ণের আর্থিকভাবে পিছিয়ে থাকা ছেলে-মেয়েদের জন্য কেন্দ্রের ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। শুক্রবার এর জন্য দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে। চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদিও এই ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত স্থগিত বা বাতিল করেনি সুপ্রিম কোর্ট।
কিছুদিন আগেই কেন্দ্র সিদ্ধান্ত নেয়, উচ্চবর্ণ বা সাধারণ (জেনারেল) ক্যাটাগরির আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের শিক্ষা, চাকরিসহ অন্যান্য ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ করা হবে। সেই অনুযায়ী তড়িঘড়ি সংবিধান সংশোধনী বিল সংসদে পেশ করে কেন্দ্র। এবং তা পাশ করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতিও সঙ্গে সঙ্গেই তাতে সম্মতি দিয়ে দেন। সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ইতিমধ্যেই দেশে ৪৯.৫ শতাংশ সংরক্ষণ আছে। আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সংরক্ষণ কখনও ৫০ শতাংশের বেশি হতে পারে না। তাই কেন্দ্রের এই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরিরাও প্রশ্ন তুলেছিলেন এর আইনি বৈধতা নিয়ে। অভিযোগ করেছিলেন, নির্বাচনের জন্যই এই সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে, কিন্তু আইনি কারণে তা করা সম্ভব নয়।

Comments are closed.