দেড় ঘন্টার মধ্যে জানাতে হবে নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিচ্ছে ত্রিপুরা সরকার, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে তৃণমূল

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য মঙ্গলবার থেকে ভোট গণনা পর্যন্ত কী কী ব্যবস্থা নিয়েছে ত্রিপুরা সরকার। দেড় ঘন্টার মধ্যে জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। ত্রিপুরায় তাঁদের কর্মীদের ওপর লাগাতাড় আক্রমণ করা হচ্ছে। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। সুপ্রিম কোর্ট ত্রিপুরা সরকারকে শান্তিপূর্ণ ও অবাধ ভোট যেন হয় সেই দিকে খেয়াল করার নির্দেশ দেন। পাশাপাশি অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি যেন সুষ্ঠুভাবে প্রচার করতে পারেন তা নিশ্চিত করার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।

কিন্তু এরপরেও দেখা যায় ত্রিপুরায় লাগাতাড় আক্রমণ করা হচ্ছে তৃণমূল নেতা কর্মীকে। বিনা অভিযোগে গ্রেফতার করা হচ্ছে তৃণমূল নেতা কর্মীদের। সোমবারও অভিষেক ব্যানার্জির মিছিলের অনুমতি বাতিল করা হয়। পরে মিছিলের বদলে পথসভার অনুমতি দেয় ত্রিপুরা প্রশাসন। এরপর গত সোমবার আদালত অবমাননার অভিযোগ নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। দেশের শীর্ষ আদালত কড়া নির্দেশ দিল ত্রিপুরা সরকারকে। এই পরিস্থিতিতে পুরভোট স্থগিতের আবেদন জানিয়েছে তৃণমূল।

উল্লেখ্য, ত্রিপুরায় পুরভোট ২৫ নভেম্বর। এর আগে মঙ্গলবারও পরিস্থিতি উত্তপ্ত। আগরতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

Comments are closed.