প্রয়োজনে মজদুরের কাজ করে স্ত্রী, সন্তানকে খোরপোষ দিতে হবে, ব্যবসা বন্ধ হয়ে যাওয়া স্বামীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

স্ত্রী-সন্তানদের ভরণ-পোষণের জন্য মজদুরদের কাজও করতে হবে। একটি মামলায় রায় দিয়ে গিয়ে এমনই জানালো সুপ্রিম কোর্ট। ব্যবসা বন্ধের ফলে স্ত্রী ও সন্তানদের খোরপোষের টাকা দিতে পারছেন না, এই দাবি নিয়ে মামলা করে এক ব্যাক্তি।

ওই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জানায় মুটি মজদুরের কাজ করে হলেও ভরণ পোষণের টাকা দিতে হবে। এই মামলায় দেশের শীর্ষ আদালতের রায়, স্ত্রী আলাদা থাকলেও তাঁকে আর্থিক ভাবে সাহায্য করা স্বামীর কর্তব্য।

এই মামলায় ওই স্বামীর আবেদন খারিজ করে দিয়ে আদালত জানায়, ব্যবসা বন্ধের ফলে স্ত্রী ও সন্তানদের টাকা দিতে না পারা ব্যক্তি একজন সক্ষম। সেইভাবে হোক টাকা উপার্জন করে অতীব সন্তানকে দিয়ে বাধ্য তিনি। ওই ব্যক্তিকে স্ত্রীর খোরপোষ বাবদ মাসে ১০ হাজার টাকা এবং সন্তানের জন্য মাসে ৬ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই মামলায় ওই ব্যক্তির স্ত্রী জানান, ২০১০ সালে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ছাড়েন তিনি। এরপর খোরপোষের মামলা করেন তিনি। স্থানীয় কোর্ট, পঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট সব কোর্টের পর মামলা যায় সুপ্রিম কোর্টে। ১২ বছর পর সন্তান সহ নিজের খোরপোষের রায় পেয়ে স্বস্তিতে ওই মহিলা।

Comments are closed.