নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থর ক্ষমতা কাড়ল কমিশন, পদে বহাল

সুরজিৎ কর পুরকায়স্থ নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না

রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থের ক্ষমতা ও দায়িত্ব কাড়ল নির্বাচন কমিশন। তবে নিরাপত্তা উপদেষ্টার পদে বহাল রইলেন তিনি। বুধবার এই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সুরজিৎ কর পুরকায়স্থ নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এমনকী পদে থাকলেও, ভোটের সময় নিজের ক্ষমতা ব্যবহার করতে পারবেন না।
বুধবার শিলিগুড়িতে রাজ্যের ভোট পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়ে একটি বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের বেশ কয়েকজন প্রশাসনিক কর্তা এবং পুলিশ কর্তাদের বিষয়ে জানতে চায় কমিশন। কলকাতা ফিরে মুখ্যসচিব আলাপন ব্যানার্জি ওই নির্দেশিকা জারি করেন।
রাজ্যের মুখ্যসচিব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ডিজি নীরজনয়ন পাণ্ডে-সহ রাজ্যের শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্তারা।

Comments are closed.