মমতাকে চিঠি লিখে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ শুভেন্দুর, এবার বিজেপিতে

তৃণমূলে শুভেন্দু অধিকারী অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি। দলের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিলেন তিনি। দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে তিনি দল ছাড়ার চিঠি পাঠিয়েছেন। চিঠিতে দল ছাড়ার কোনও কারণ উল্লেখ করেননি শুভেন্দু অধিকারী। 

বুধবার বিধায়কপদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু। তার আগেই ছেড়েছেন মন্ত্রীপদ এবং অন্যান্য সংস্থার প্রধানপদ। ছেড়ে দিয়েছিলেন রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা। এবার দলের সঙ্গে শেষ সম্পর্কটুকুও চুকিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। 

বিধায়কপদে ইস্তফা দিলেও আবেদনপত্রে ত্রুটির কারণে তা গৃহীত হয়নি। তবে তা নিয়ে চিন্তিত নন শুভেন্দু অধিকারী, বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। 

আগামী শনিবার মেদিনীপুর কলেজ মাঠে সভা করবেন অমিত শাহ। সেই সভাতেই বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে আরও কেউ কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন? এখন সেদিকেই তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল।

Comments are closed.