মানুষের বাড়ি যান, অভিযোগ শুনুন, কালিয়াগঞ্জে উপনির্বাচনের প্রচারে কর্মীদের আহ্বান শুভেন্দু অধিকারীর

২৫ শে নভেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্র কালিয়াগঞ্জ, খড়্গপুর এবং করিমপুরে উপনির্বাচন। কয়েক মাসে আগের লোকসভা নির্বাচনের নিরিখে কালিয়াগঞ্জ এবং খড়্গপুরে বহু ভোটে এগিয়ে রয়েছে বিজেপি, করিমপুরে এগিয়ে তৃণমূল। কালিয়াগঞ্জ এবং খড়্গপুর আসনে বিজেপিকে কড়া লড়াইয়ে ফেলতে মরিয়া রাজ্যের শাসক দল। বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে বিরাট কর্মীসভা করেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী।

লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা আসনে জিতেছে বিজেপি। এক সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি কালিয়াগঞ্জে বিজেপির সাম্প্রতিক উত্থানে আসন্ন বিধানসভা উপনির্বাচনে সবারই নজর এই আসনের দিকে। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মীদের মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দেন শুভেন্দু অধিকারী। বলেন, মানুষের প্রশ্নের জবাব দিন। মানুষের মুখোমুখি হোন। এদিন শুভেন্দু অধিকারীর কর্মীসভায় ব্যাপক জমায়েত হয়।

Comments are closed.