শনিবার খড়গপুরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী, সোমবার উপনির্বাচনে টানটান লড়াইয়ের প্রস্তুতি তৃণমূলের

আগামী সোমবার ২৫ শে নভেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শনিবার প্রচারের শেষ দিন খড়গপুরে ঝড় তুললেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে খড়গপুর শহরে শুভেন্দুর নেতৃত্বে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে বিরাট মিছিল হয়। মানুষের বাড়ি বাড়ি যাওয়া থেকে শুরু করে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে জনসংযোগ।

খড়্গপুর বিধানসভা দীর্ঘদিন ধরে কংগ্রেসের জেতা আসন হলেও ২০১৬ সালে এই কেন্দ্রে জয়লাভ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০১৯ সালে তিনি মেদিনীপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় উপনির্বাচন হচ্ছে এই আসনে। লোকসভা ভোটে এই কেন্দ্রে বহু ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এই হারা আসন উদ্ধারে তৃণমূল নেত্রী দায়িত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। শনিবার প্রচারে ঝড় তোলেন শুভেন্দু।

শিল্পশহর খড়গপুরে নির্বাচনের দিকে তাকিইয়ে রাজনৈতিক মহল। বিজেপির কাছে যেমন এই আসন প্রেস্টিজের বিষয়, একইভাবে লোকসভা ভোটের ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল। এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারীর এদিনের মিছিলের পর এখন ভোটের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Comments are closed.