মুর্শিদাবাদের জলঙ্গিতে সিএএ, এনপিআর, এনআরসি বিরোধী ব্যাপক সমাবেশ তৃণমূলের, বিজেপিকে নিশানা শুভেন্দুর

সরস্বতী পুজোর দিন বনধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছিল মুর্শিদাবাদের জলঙ্গিতে। তারপরই সেখানে গিয়েছিলেন জেলার তৃণমূল পর্যবেক্ষক এবং রাজ্যের পরিবহণ, সেচ ও জল সম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার মুর্শিদাবাদের জলঙ্গিতেই সিএএ, এনআরসি এবং এনপিআর বিরোধী বিশাল জনসভা করেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে শুভেন্দু বলেন, মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত ভোটে প্রমাণ হয়ে গিয়েছে, লোকসভা ভোটেও তা প্রতিফলিত হয়েছে। এই শক্তিকে সংহত করে বিধানসভায় তৃণমূলকে সর্বাত্মক উদ্যোগ নিয়ে ঝাঁপাতে হবে বলে জানান তিনি।

এদিন জলঙ্গিতে তৃণমূলের জনসভায় ব্যাপক জমায়েত হয়। এখন থেকেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন নেতৃত্ব।

Comments are closed.