১৪ মার্চ, পুলিশি অভিযানে ১৪ জনের মৃত্যু, নন্দীগ্রামে শহিদ দিবস পালন মন্ত্রী শুভেন্দু অধিকারীর, মানুষের পাশে থাকার বার্তা

২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশি অভিযানে মৃত্যু হয়েছিল ১৪ জনের। তারপর থেকেই এই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। শনিবার, ১৪ মার্চ বরাবরের মতো নন্দীগ্রামে শহিদ দিবসের এই কর্মসূচিতে উপস্থিত উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ২০০৭ সালজুড়ে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী এদিন নন্দীগ্রামে শহিদ পরিবারগুলির পাশে থাকার বার্তা দেন। শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী।

২০০৬ সালে সিঙ্গুর আন্দোলন অন্য মাত্রা পায় ২০০৭ সালে নন্দীগ্রামে। পেট্রোরসায়ন শিল্প তালুকের বিরুদ্ধে মানুষের একজোট আন্দোলনের প্রভাব পড়ে গোটা রাজ্যে। এদিন নন্দীগ্রামের কর্মসূচিতে স্থানীয় মানুষের পাশে থাকার বার্তা দেন শুভেন্দু। বলেন, নন্দীগ্রাম সারা রাজ্যের মানুষকে পথ দেখিয়েছে। তৈরি হয়েছে তৃণমূল সরকার। নন্দীগ্রামের শহিদদের অবদান রাজ্যের মানুষ মনে রাখবেন।

Comments are closed.