নেতাইয়ে ব্যক্তিগত উদ্যোগে কর্মসূচি শুভেন্দুর, নিজের পরিচয় দিলেন সেবক হিসেবে! জল্পনা তৃণমূলের অন্দরে

নন্দীগ্রামের পর এবার নেতাইয়ে ব্যক্তিগত উদ্যোগে কর্মসূচি শুভেন্দু অধিকারীর। ২০১১ সালে লালগড়ের নেতাই গ্রামে শহিদ হওয়া পরিবারগুলির হাতে পুজোর উপহার তুলে দেন রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মন্ত্রী হিসেবে নয়, নিজেকে নেতাইয়ের সেবক বলে পরিচয় দিলেন নন্দীগ্রামের বিধায়ক, যা জল্পনা তৈরি করেছে রাজ্য রাজনীতিতে।

রবিবার নেতাই গ্রামে যান শুভেন্দু অধিকারী। সেলাই মেশিন তুলে দেন মহিলাদের হাতে। নেতাইয়ের সাধারণ মানুষকে সাহায্যের আশ্বাস দেন। বলেন, যতদিন আছি, এখানকার মানুষকে ভুলব না। তাৎপর্যপূর্ণভাবে তাঁর মন্তব্য, কিছু কিছু বিষয়ে স্থানীয় মানুষের ক্ষোভ রয়েছে।

এদিন শুভেন্দুর কর্মসূচিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁর যাত্রাপথেও অনেকে তাঁকে স্বাগত জানান। কয়েক মাস ধরেই সরকারি এবং দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন না তিনি। তাঁর এদিনের এই ব্যক্তিগত কর্মসূচি নতুন করে জল্পনা তৈরি করল রাজনৈতিক মহলে।

Comments are closed.