পঞ্চায়েতকে আরও বেশি করে মানুষের কাজ করতে হবে, পূর্ব মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েত নির্মিত সভাকক্ষ উদ্বোধন করে বললেন শুভেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুরের কাদুয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নির্মিত সভাকক্ষ, বিশ্ববাংলার লোগো ও প্রবেশদ্বারের উদ্বোধন হল বৃহস্পতিবার। উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার এবং পঞ্চায়েত দফতরের উদ্যোগে এই জেলায় একাধিক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু।
শুভেন্দু অধিকারী বলেন, সাধারণ মানুষের স্বার্থে কাজ করে চলেছে সরকার। পঞ্চায়েতগুলিকে আরও স্বচ্ছভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।