প্রায় ৫০ হাজার ভোটে পিছিয়ে থাকা খড়গপুর জিতে ভোটারদের কৃতজ্ঞতা মন্ত্রী শুভেন্দু অধিকারীর, বিজয় সমাবেশে মানুষের ঢল

লোকসভা ভোটে প্রায় ৪৭ হাজার ভোটে পিছিয়ে থাকা খড়গপুর বিধানসভা কেন্দ্র জিতে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে তৃণমূল। আর এই জয়ের অন্যতম কারিগর রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার এক বিশাল জনসভায় কৃতজ্ঞতা জানালেন খড়গপুরের সাধারণ মানুষ এবং ভোটারদের। নতমস্তকে ভোটারদের প্রণাম জানিয়ে শুভেন্দু বলেন, সাধারণ মানুষ মমতা ব্যানার্জি এবং তাঁদের ওপর যে আস্থা রেখেছেন তার উপযুক্ত মর্যাদা দেবে দল।

এই প্রথম খড়গপুর আসনে জিতল তৃণমূল। এই আসন থেকেই ২০১৬ বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে মেদিনীপুর কেন্দ্র থেকে তিনি সাংসদ হয়ে এই বিধানসভার মার্জিন আরও বাড়িয়ে নেয় বিজেপি। অনেকেই ভাবতে পারেননি উপনির্বাচনে খড়গপুর আসন জিততে পারে তৃণমূল। এই আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। টানা খড়গপুরে পড়ে থেকে ২০ হাজারেরও বেশি ভোটে খড়গপুর সদর আসন জিতে নিল তৃণমূল, যা আগামী বছরের পুরসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন যোগাবে রাজ্যের শাসক দলকে।

Comments are closed.