৬ মামলার কথা উল্লেখ নেই, মমতার প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনে শুভেন্দু

তৃণমূল নেত্রীর নামে ৬ টি ফৌজদারি মামলার মধ্যে ৫ টি অসমে এবং একটি সিবিআইয়ের দায়ের করা মামলা বলে দাবি করেছেন শুভেন্দু

তথ্য গোপনের অভিযোগে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির মনোনয়ন বাতিলের দাবি তুলে কমিশনে শুভেন্দু অধিকারী। শুভেন্দুর নির্বাচনী এজেন্ট কমিশনে একটি অভিযোগ পত্র জমা দেন। শুভেন্দুর অভিযোগ, মমতার নামে ৬ টি ফৌজদারি মামলা রয়েছে, অথচ মনোনয়ন পত্রে তিনি এই মামলাগুলোর কথা উল্লেখ করেননি। নিয়ম অনুযায়ী প্রার্থীর নামে যদি কোনও ফৌজদারি মামলা থাকে তা মনোনয়ন পত্রে জানাতে হয়। তৃণমূল নেত্রীর নামে ৬ টি ফৌজদারি মামলার মধ্যে ৫ টি অসমে এবং একটি সিবিআইয়ের দায়ের করা মামলা বলে দাবি করেছেন শুভেন্দু।

[আরও পড়ুন- Mamata Security: বিবেক সহায়ের জায়গায় নতুন ডিরেক্টার সিকিউরিটি জ্ঞানবন্ত সিংহ]

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী বলেন, আমরা বিষয়টা কমিশনকে জানিয়েছি, দেখি তাঁরা কী পদক্ষেপ নেয়, তারপর আইনি পদক্ষেপ নেব। শুভেন্দুর অভিযোগের জবাব দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তাঁকে কটাক্ষ করে বলেন, হার নিশ্চিত জেনে শুভেন্দু এসব করছেন। বিজেপি প্রার্থীর নন্দীগ্রামে জামানত বাজেয়াপ্ত হবে বলেও দাবি করেন কুণাল।
উল্লেখ্য পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে কমিশন। সেই নিয়ে তৃণমূল কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে। ঘাসফুল শিবিরের অভিযোগ নির্বাচন কমিশন নিরপেক্ষ হয়ে কাজ করছে না।

Comments are closed.