মিথ্যা মামলায় ফাঁসাতে পারে রাজ্য পুলিশ, ষড়যন্ত্র হচ্ছে আমার বিরুদ্ধে, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

খুনের চেষ্টা হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। কিছুদিন আগে এই আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন ‘দাদার অনুগামী’রা। আর বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরই রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে দ্বারস্থ হলেন শুভেন্দু। রাজ্যপালকে পাঠানো চিঠিতে তাঁর অভিযোগ, তাঁকে ও তাঁর অনুগামীদের মিথ্যা মামলায় ফাঁসাতে চেষ্টা করেছে রাজ্যের পুলিশ!বুধবার শুভেন্দু অধিকারীর সেই চিঠি পেয়েই ট্যুইটারে পোস্ট করেন রাজ্যপাল। সেই চিঠিতে শুভেন্দু অভিযোগ করে জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন তিনি এবং তাঁর অনুগামীরা। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ করতে পারে কলকাতা ও রাজ্য পুলিশ। এমনকী মিথ্যা মামলাতেও ফাঁসানো হতে পারে তাদের। এবং এর সবটাই রাজনৈতিক প্রতিহিংসার জেরে হতে পারে বলে আশঙ্কা শুভেন্দুর।তিনি লিখেছেন, কর্তব্যপরায়ণতা ও মানুষের উন্নয়নের কথা মাথায় রেখে আমি মন্ত্রিত্ব ছেড়েছি। আমার আশঙ্কা, এই রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হতে পারে। আমাকে নানা মিথ্যা  অপরাধমূলক মামলায় জড়িয় ফেলতে পারে রাজ্যের পুলিশ। রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এতদিন বিজেপি অভিযোগ করে আসছে যে, মিথ্যা মামলায় তাদের দলীয় নেতাকর্মীদের ফাঁসানো হচ্ছে। রাজ্য বিজেপি নেতৃত্ব এ নিয়ে বেশ কয়েকবার রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। এবার বিধায়ক পদ ছাড়ার পরই যখন শুভেন্দুর বিজেপি যোগদান নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে, তখনই বিজেপির মতো একই অভিযোগ করতে দেখা গেল তাঁকেও। রাজ্যপালকে পাঠানো ওই চিঠিতে শুভেন্দুর আবেদন, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তিনি যেন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করেন।রাজ্যপাল ধনখড়ও ট্যুইটারে শুভেন্দুকে আশ্বাস দিয়ে লিখেছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এই মর্মে অভিযোগ করে তিনি আমার হস্তক্ষেপ চেয়েছেন। আমি এ বিষয়ে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই গ্রহণ করব।

Comments are closed.