বঙ্গ ভোটের আকাশে করোনার ভ্রূকুটি, জনসভা বন্ধে স্বরা ভাস্করের ট্যুইট

শনিবার নির্বাচন কমিশনকে উদ্দেশ করে ট্যুইট করলেন বলিউড অভিনেতা স্বরা ভাস্কর

ভোটের মরশুমে করোনার খাঁড়া মাথার উপর। করোনার আবহে পালা করে রোজই প্রায় দিল্লি থেকে বাংলায় আসছেন মোদী-শাহ। অন্যান্য দলের মতোই ২-৩ টি করে জনসভা করে হাজার হাজার মানুষের জমায়েত করছে। ভোট উৎসবে বাংলার চিত্রটা এমনই।

করোনা সংক্রমণ, মৃত্যুর উদ্বেগকে মাথায় রেখে শনিবার নির্বাচন কমিশনকে উদ্দেশ করে ট্যুইট করলেন বলিউড অভিনেতা স্বরা ভাস্কর।

নির্বাচন কমিশনকে ট্যাগ করে লিখলেন, প্রত্যেক দিন ডজন ডজন মানুষ মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে একটা জায়গায় হাজারের বেশি মানুষের জমায়েত একে বারেই সঠিক সিদ্ধান্ত নয়। সঙ্গে জুড়লেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর প্রচার কর্মসূচি।

এপ্রিল মাস থেকে করোনার গ্রাফ আকাশ ছুঁয়েছে। সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার মধ্যেই চলছিল নির্বাচনী প্রচার। করোনা বৃদ্ধির কথা মাথায় রেখে শুক্রবার কমিশন একটি সর্বদলীয় বৈঠক ডাকে। সেখানে কোভিড পরিস্থিতি নির্বাচন নিয়ে কঠোর ভাবে করোনা বিধি মানার নির্দেশ জারি করে কমিশন।

Comments are closed.