৪ দিনে ৪ লক্ষ আবেদন, দুয়ারে সরকারে সুপার হিট স্বাস্থ্যসাথী

চারদিনে ৪ লক্ষ আবেদন। দুয়ারে সরকার প্রকল্প শুরুর ৪ দিনের মধ্যেই সুপার হিট রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প। নবান্ন সূত্রে খবর গত ৪ দিনের মধ্যে স্বাস্থ্যসাথীর জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৪ লক্ষ। 

দুয়ারে সরকার প্রকল্পের প্রথম পর্যায় অর্থাৎ ১১ ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন ১৬ লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন আধিকারিকরা। স্বাস্থ্যসাথী নিয়ে যে চাহিদা থাকবে সেটা আগে থেকেই আঁচ করেছিল রাজ্য সরকার। তাই আগেভাগে ৫০ লক্ষ আবেদনে সাড়া দেওয়ার পরিকাঠামো তৈরি রাখা হয়েছিল। শুক্রবার এনিয়ে বৈঠক করেন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি।  

১ ডিসেম্বর থেকে শুরু হওয়া দুয়ারে সরকার প্রকল্পে প্রথম ৪ দিনের মধ্যেই দুর্দান্ত সাড়া পাওয়া গিয়েছে বলে জানাচ্ছেন তাঁরা। ৩০ জানুয়ারির মধ্যে মোট ৪ দফায় আবেদনপত্র জমা দিতে পারবেন রাজ্যের মানুষ। 

Comments are closed.