গত সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের জনপ্রিয় তারকা অনির্বাণ ভট্টাচার্য। সব নেতিবাচক মন্তব্যকে ঝেড়ে ফেলে অবশেষে ২৬ নভেম্বর সাত পাকে বাঁধা পড়ে অনির্বাণ এবং মধুরিমা। বেশ কিছুদিন ধরেই টলি পাড়ায় অনির্বাণের বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল। অনির্বাণের বিয়ের খবর পেতেই মন ভেঙ্গেছে অসংখ্য মহিলা ভক্তের।
ইতিমধ্যেই বিয়ের সেই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে অনির্বাণ মধুরিমাকে সিঁদুর পড়াচ্ছে। বিয়ে হতে না হতেই সম্প্রতি সনবাদ মাধ্যমের দ্বারা অনির্বাণ জানিয়েছে এ বছর বেশ অনেক দিন তিনি কাজ করতে পারেন নি। তাই এ বছর বিয়ে করলেও সামনের বছরের আগে তিনি হানিমুনে যাবেন না।
এমনকি তিনি এও জানান হানিমুনে তিনি ভারতেরই কোন একটা জায়গায় যেতে চান। কারণ নিজের দেশের এমন অনেক জায়গা আছে যা এখনো তিনি দেখে উঠতে পারেন নি। এমনকি তিনি এও জানান খুব তাড়াতাড়ি তিনি তার পত্নী মধুরিমার সাথে আবার এক মঞ্চে কাজ করবেন।