সোয়াইন ফ্লুতে আক্রান্ত সুপ্রিম কোর্টের ৬ বিচারপতি, পিছল একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি

সোয়াইন ফ্লুতে আক্রান্ত সুপ্রিম কোর্টের ছয় বিচারপতি। একসঙ্গে এতজন বিচারপতির এইচ ওয়ান এন ওয়ান ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে উদ্বেগ ছড়িয়েছে দেশের শীর্ষ আদালতে। তড়িঘড়ি এ ব্যাপারে অন্যান্য বিচারপতি ও আইনজীবীদের নিয়ে বৈঠকে বসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে।
ছয় বিচারপতির সোয়াইন ফ্লু হওয়ার আশঙ্কায় ইতিমধ্যে বেশ কয়েকটি মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হল সবরীমালা এবং নয় সদস্যের ডিভিশন বেঞ্চে চলা ধর্ম বনাম অধিকার মামলার শুনানি। উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না, বিচারপতি হেমন্ত গুপ্তা, বিচারপতি ইন্দিরা ব্যানার্জি, বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি আব্দুল নাজের আদালতে উপস্থিত ছিলেন না। তবে কোন কোন বিচারপতি সোয়াইন ফ্লুতে আক্রান্ত, তা জানানো হয়নি।
ছয় বিচারপতির একসঙ্গে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার কথা জানান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর পরামর্শ, সুপ্রিম কোর্টের সমস্ত আইনজীবী ও বার কাউন্সিলের প্রেসিডেন্ট এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিন। সংক্রমণ এড়াতে ভ্যাকসিনেশন ও অন্যান্য চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের মধ্যেই একটি ডিসপেনসারি তৈরি করছে বলে জানান প্রধান বিচারপতি বোবদে।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে সোয়াইন ফ্লুয়ে প্রথম আক্রান্ত হন বিচারপতি এম এম শান্তনাগৌড়া। তাঁর পরে বিচারপতি এ এস বোপান্না আক্রান্ত হন। যদিও মঙ্গলবার সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন বিচারপতি শান্তনাগৌড়া। বিচারপতি সঞ্জীব খান্নাকে মুখে মাস্ক লাগিয়ে কাজ করতে দেখা যায় সুপ্রিম কোর্টে।

Comments are closed.