১৫ নভেম্বর থেকে হাওড়ায় ট্যাক্সি ধর্মঘটের ডাক

পুলিশি জুলুমের প্রতিবাদে ১৫ নভেম্বর থেকে হাওড়ায় লাগাতার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল বাম প্রভাবিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি। তৃণমূল পরিচালিত প্রোগ্রেসিভ ট্যাক্সি অ্যাসোসিয়েশন অবশ্য এই ধর্মঘটের বিরোধিতা করছে। তারা ট্যাক্সি চালাবে বলে জানিয়েছে। বাম ইউনিয়নের আহবায়ক নওলকিশোর শ্রীবাস্তব জানান, হাওড়ায় ট্যাক্সি চালকদের উপর জুলুম নিয়ে গত ২৪ সেপ্টেম্বর এক বৈঠকে পুলিশ কর্তারা এক মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তার পরেও কাজের কাজ কিছু হয়নি। তাই তাঁরা ধর্মঘটের পথে যেতে বাধ্য হলেন। সুত্রের খবর, হাওড়া শহরে রোজ প্রি-পেড ট্যাক্সি চলে প্রায় পাঁচ হাজার, আর অন্য ট্যাক্সি চলে হাজার চারেক। এই নয় হাজার ট্যাক্সি না চললে হাজার হাজার যাত্রী চরম বিপাকে পড়বেন। সব চেয়ে ভোগান্তি হবে দূরপাল্লার যাত্রীদের।
পুলিশের বক্তব্য, এক শ্রেণির ট্যাক্সি চালক প্রি-পেড স্ট্যান্ডে না দাঁড়িয়ে দালালদের সাহায্যে বাইরে থেকে যাত্রী তোলেন এবং বেশি টাকা নেন। পুলিশ তাঁদের ধরে কেস দিচ্ছে। এতেই রাগ চালকদের। নওলকিশোর জানান, এর মধ্যে ২৬ অক্টোবর হাওড়া সিটি পুলিশের এক কনস্টেবল এক ট্যাক্সি চালককে মারধর করেন। তারও কোনও প্রতিকার হয়নি। এ সবের জন্যই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ১৫ তারিখ থেকে কলকাতা হয়ে হাওড়ায় কোনও ট্যাক্সি ঢুকবে না। পুলিশ জানায়, তারা ট্যাক্সি মালিকদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করছেন।

Comments are closed.