দার্জিলিংয়ে তাপমাত্রা ১০ এর নীচে, বছর শেষে তুষারপাতের সম্ভাবনা, খুশি পর্যটক মহল

এমনিতেই পাহাড়ে যাওয়ার হিড়িক পড়েছে। এরমধ্যে জানা গিয়েছে বছর শেষে দার্জিলিং-এ স্নো-ফল হতে পারে। কারণ পাহাড়ে তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রির নীচে। ডিসেম্বর পর্যন্ত দার্জিলিং এর সব হোটেল পুরো বুকিং হয়ে গিয়েছে। বৃহস্পতিবার দার্জিলিংয়ের তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস। খুশি পর্যটকরা।

আবহবিদরা জানিয়েছেন, ক্রমশ উত্তুরে হাওয়ার দাপট বাড়বে রাজ্যজুড়ে। আর এই অবস্থায় দার্জিলিংয়ের তাপমাত্রা আরও নামবে। তাই মনে করা হচ্ছে নভেম্বরের শেষের দিকে দার্জিলিংয়ে তাপমাত্রা ১০ এর নীচে নামলে বছরশেষে স্নোফল হতে পারে।

২৫ শে ডিসেম্বরের ছুটিতে এমনিতেই পাহড়ে বুকিং করে রেখেছেন অনেকে। ডিসেম্বরের ২০ তারিখ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত মোটামুটিভাবে সব হোটেলগুলি বুকিং হয়ে আছে। শুধুমাত্র দার্জিলিং নয়, কালিম্পং, লাভা, লোলেগাঁও সব জায়গার হোটেল বুকিং প্রায় শেষ। এক হোটেল ব্যবসায়ীর কথায়, সেইসময় তুষারপাত হলে আনন্দ পাবেন পর্যটকরা। দার্জিলিংয়ের পাশাপাশি ডুয়ার্সেও ভিড় জমাচ্ছেন পর্যটকরা। শীতকালে বরাবরই জঙ্গলে ঘোরার আলাদা টান পর্যটকদের। ফলে অনেকেই সরাসরি ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলেও খোঁজ করছেন অনেক পর্যটকই। সেইকারণে ডুয়ার্সেও হোটেল বুকিং করার হিড়িক পড়েছে ভ্রমণপিপাসু বাঙালির।

Comments are closed.