২১ বছরের দক্ষিণী সুন্দরী এখন ‘মিস ইন্ডিয়া’, কে এই সিনি শেট্টি? জানুন

মিস ইন্ডিয়া ২০২২ হলেন সিনি শেট্টি। মাত্র ২১ বছর বয়সে তাঁর মন ভোলানো হাসি মন কেড়েছে সকলের। এখন সোশ্যাল মিডিয়ায় তিনিই ট্রেন্ড।

রবিবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়ার ফাইনাল প্রতিযোগীতা। সেখানে ৩১ জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে মিস ইন্ডিয়া শিরোপা পান সিনি শেট্টি। বিচারকদের আসনে ছিলেন মালাইকা অরোরা, নেহা ধুপিয়া, দিনো মোরিয়া, মিতালি রাজ ছাড়াও অনেকে। এদিন সিনির পরনে ছিল একটি হাই স্লিট সিলভার গাউন। এই প্রতিযোগীতায় দ্বিতীয় হয়েছেন রাজস্থানের রুবেল শেখওয়াত এবং তৃতীয় হয়েছেন উত্তর প্রদেশের শিন্তা চৌহান। কিন্তু কে এই সিনি শেট্টি। জেনে নেওয়া যাক।

অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে স্নাতক হয়েছেন তিনি। শেঠির জন্ম মুম্বাইয়ে এবং কর্ণাটকের বাসিন্দা। তিনি অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং এখন চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) নিয়ে কোর্স করছেন।

পড়াশোনার পাশাপাশি তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। মাত্র চার বছর বয়সে নাচ শুরু করেন তিনি। ১৪ বছর বয়সে, তিনি প্রথম স্টেজ পারফরমেন্স করেন। পরীশ্রমে বিশ্বাসী করেন সিনি। তাঁর মতে নারীদের সবসময় কঠোর, পরিশ্রমী এবং সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন।

খেতাব জয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অগুন্তি অনুরাগীরা সিনিকে শুভেচ্ছা জানান। একটি টুইট করে সিনি জানান, এই যাত্রায় আমাকে যাঁরা সমর্থন করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। তাঁর অনুপ্রেরণা সম্পর্কে কথা বলার সময় সিনি জানান, প্রিয়াঙ্কা চোপড়া তার অনুপ্রেরণা। প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়ার বেশ কিছু সাক্ষাৎকার তাঁকে অনুপ্রেণিত করে বলে জানিয়েছেন মিস ইন্ডিয়া।

এদিন মিস ইন্ডিয়া ২০২০ মনসা বারাণসী সিনিকে মিস ইন্ডিয়ার ক্রাউন পরিয়ে দেন। মিস ওয়ার্ল্ড ২০২২ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সিনি শেট্টি।

উল্লেখ্য, এর আগেও মিস সেরা সুন্দরীর মুকুট পরেছেন বেশ কয়েকজন দক্ষিণী সুন্দরী। সেই তালিকায় রয়েছে লারা দত্তা, সারা জেন ডায়াস, সন্ধ্যা চিব, নাফিসা জোসেফ, রেখা হান্ডে এবং লিমারাইনা ডি’সুজাদের নাম। তাতে এবার সিনির নামও অন্তর্ভুক্ত হল।

Comments are closed.