কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বিজেপি

কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য বিজেপি। ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে, আই আর্জি নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। কিন্তু সোমবার শীর্ষ আদালত জানিয়ে দেয়, আগে এই বিষয়ে রাজ্য হাইকোর্টে আবেদন জানাতে হবে।

কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি তোলে বিজেপি। রাজ্য গেরুয়া শিবির কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা করে। সেই আবেদন সোমবার খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। আইনজীবী মনিন্দর সিংহ বিজেপির হয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, পুরভোটের দিনক্ষণ ঘোষণা হতেই বিজেপি প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। সোমবার সুপ্রিম কোর্ট জানায় এটা হাইকোর্টের বিষয়। হাইকোর্টই সিদ্ধান্ত নেবে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন। সু্কান্ত মজুমদার জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি যাতে, সুপ্রিম কোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য।

পুরভোট নিয়ে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানিয়েছে রাজ্য বিজেপি নেতারা। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে বার্তা দিয়েছেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা বলেন রাজ্যপাল।

Comments are closed.