বিরোধীরা লড়াই করতে পারলে এখানে আসতাম না, আমরা গোয়ায় জিততে এসেছি; নাম না করে কংগ্রেসকে কটাক্ষ মমতার 

অন্য দল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারলে আমরা এখানে আসতাম না। কিন্তু কেউ লড়াই করতে পারছে না। আমরা গোয়ায় জিততে এসেছি। গোয়া সফরের দ্বিতীয়দিনে এভাবেই নাম না কংগ্রেসকে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি। সেই সঙ্গে কার্যত তিনি বুঝিয়ে দিলেন, বিজেপির বিকল্প তৃণমূলই। 

সোমবার গোয়ার ইন্টারন্যাশানাল সেন্টারে সাংবাদিককদের মুখোমুখি হন মমতা ব্যানার্জি। বিজেপি আক্রমণের পাশাপাশি কংগ্রেসকেও একহাত নেন তিনি। গোয়ায় কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান নিয়ে ঘাসফুল শিবিরকে আক্রমণ করেছিল কংগ্রেস। এদিন তার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। নাম না করে কংগ্রেসের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, বিজেপির সঙ্গে আধা বোঝাপড়া করে চলছে কংগ্রেস। তাঁর কথায়, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমরাই করছি। অন্যরা কেউ সমর্থন করতে চাইলে স্বাগত। কিন্তু আপনাদের মতো আধা-আন্ডার্স্ট্যান্ডিং করে চলতে পারবো না। মুখ্যমন্ত্রী দাবি, তৃণমূল এখানে বিজেপি বিরোধী ভোট ভাগ করতে আসেনি। বিরোধীদের ভোট একজোট করতে এসেছে। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এদিন গোয়া থেকে তৃণমূল নেত্রী তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত বুঝিয়ে দিলেন, যে বিজেপির বিকল্প তৃণমূলই। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এনসিপি বিধায়ক।  

Comments are closed.