বইমেলা শুরু ১৮ জানুয়ারি, উদ্বোধনের দিনই খুলে যাচ্ছে পাঠকদের জন্য


এবছর উদ্বোধনের দিন থেকেই খুলে যাচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তার জন্য আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড আগাম সাজিয়ে তুলছে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ।

আগামী ১৮ জানুয়ারি থেকে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৪’। সেদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করবেন। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। গত বছর বইমেলার উদ্বোধন হয়েছিল ৩০ জানুয়ারি। তার পরের দিন থেকে ক্রেতা ও পাঠকদের জন্য খুলে দেওয়া হয়েছিল বইমেলা। কিন্তু উদ্বোধনের দিনই সন্ধ্যায় মেলায় এসে পড়েন হাজার হাজার পাঠক।

তখনও বহু স্টল সেজে উঠেনি। তাই এবার বইমেলা কর্তৃপক্ষ ভাবনা বদল করেছে।
গিল্ড জানিয়েছে, এবছর সমস্ত প্রকাশককে বলা হয়েছে উদ্বোধনের দু’দিন আগে স্টলে বই এনে গুছিয়ে ফেলতে। ৮০ শতাংশ কাঠামো তৈরির কাজ শেষ। এবার উদ্বোধনের দিনেই পাঠকরা মেলায় ঢুকে কেনাকাটা করতে পারবেন। 
গিল্ড সূত্রে জানা গিয়েছে, গতবার ছোট, মাঝারি ও বড় মিলিয়ে প্রায় ৯০০টি স্টল হয়েছিল। ২৬ লক্ষ বইপ্রেমী মেলায় এসেছিলেন। বই বিক্রি হয়েছিল ২৫ কোটি টাকার। এবার নতুন প্রকাশকদের আবেদন বেড়েছে। তাই বাড়ছে স্টলও।

Comments are closed.